প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৩
আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জঃ “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই শ্লোগানকে সামনে রেখে জামালগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র্যালী পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: এরশাদ হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত শাহা, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাচনা বাজার ইউনিয়নের ৫নং ইউপি সদস্য ইসলাম নুর শিকদার,
প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহায়ক মো শামীম রেজা, সমাজকর্মী আলী আক্কাছ মোরাদ, এলজিইডি কার্যালয়ের কর্মী মো: ফয়সল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রকৃতিক দুর্যোগ যে কোন মুহুর্তেই আসতে পারে। তার এগুলো মোকাবেলায় প্রথমেই আমাদের মানসিক ভাবে শক্তি থাকতে হবে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি যে কোন প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest