তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৩

তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময়
এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যাবস্থাপনা ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস”-২০২৩ উদযাপন করা হয়েছে,
দুর্যোগ প্রস্তুতি দিবসের শুরুতেই বর্ণাঢ্য র‍্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
১০ই মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার চৌকষ কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, পল্লি সঞ্চয় কর্মকর্তা শুক্কুরআলী,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক আবুল কাশেম, উপসহকারী প্রৌকশলী কর্মকর্তা জসিম উদ্দিন, অফিস সহকারী রফিক মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বলেন জলবায়ু পরিবর্তনজনিত কারন ছাড়াও ভৌগলিক অবস্থানগত কারনে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করতে হয়,আমরা যদি পুর্ব প্রস্তুতি গ্রহন করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেকটা সহজ হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অত্যান্ত দুর্যোগ ঝুকি প্রবন এলাকা, জলবায়ু পরিবর্তন আরোও ঝুকি বাড়িয়ে দিচ্ছে, প্রাকৃতিক দূর্যোগের উপর মানুষের হাত না থাকলেও প্রস্তুতি থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা প্রশমন করা সম্ভব, তাই ভুমিকম্প ও অগ্নিকান্ড ছাড়াও যে কোন দুর্যোগ মোকাবিলায় আমাদের পুর্ব প্রস্তুতি থাকতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ