টাঙ্গুয়ার হাওরে বৃক্ষ নিধনের জায়গা পরিদর্শন করলেন উপজেলা প্রশাসন

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩

টাঙ্গুয়ার হাওরে বৃক্ষ নিধনের জায়গা পরিদর্শন করলেন উপজেলা প্রশাসন

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : সরকার ঘোষিত প্রতিবেশ সংকটাপন্ন এলাকা বন্যপ্রাণী ও পাখির নিরাপদ অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওরের পলিয়ার বিলের কান্দার হিজলের গাছ উপরে ও বনাঞ্চল উজাড় করে বাঁধ নির্মাণের সংবাদ প্রকাশের পর, টাঙ্গুয়ার হাওরের পলিয়ার বিলের হিজল বাগানে অভিযান চালিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন

আজ বৃহস্পতিবার ( ৯,মার্চ)দুপুরে এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি।

উল্লেখ্য টাঙ্গুয়ার হাওরের উল্লেখযোগ্য হিজল করচ বাগানের গাছ উপরে ও বনাঞ্চল উজার করে বাঁধ নির্মাণ করার সংবাদ বিভিন্ন পত্রিকায়,
টাঙ্গুয়ার হাওরে ফসল রক্ষার নামে উজার বনাঞ্চল,
এই শিরোনামে সংবাদ প্রকাশের পর।

তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন,

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন আমি গাছ নিধনের সংবাদ পাওয়ার সাথে সাথে স্বরেজমিনে ছুটে এসেছি, এখানে বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে টাঙ্গুয়ার হাওরের উল্লেখযোগ্য পলিয়ার বিলের কান্দার হিজল করচ গাছ উপরে ও বনাঞ্চল উজাড় করে যে বা যারা বাঁধ নির্মাণ করছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠিন ব্যবস্থা নেওয়া হবে।