প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩
ভাটির কণ্ঠ ডেস্ক : পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যদি কোনো পুলিশ কর্মকর্তা মাদক, চাঁদাবাজি, জুয়াসহ অপরাধীদের সহায়তা করেছেন, এ ধরনের সংবাদ পেলেই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ছাতকে মদ, চোরাচালান, চাঁদাবাজি, মারামারিসহ সকল অপরাধ শূন্যের কোঠায় নিয়ে আসতে নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ থাকতে এখানে কোনো অপরাধ সংগঠিত হতে দেয়া যাবে না। ছাতকে পুলিশ থাকবে নয়তো অপরাধীরা থাকবে। এই নীতিতে পুলিশ অবস্থান করবে। কাউকে ছাড় দেয়া হবে না। আপনারা কোনো অপরাধীদের হয়ে কেউ কোনো তদবির করবেন না। ছাতক থানার আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন সিলেট রেঞ্জ ডিআইজি,মিজান শাফিউর রহমান।
৯ই মার্চ বৃহস্পতিবার,সকাল ১০:০০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার ছাতক থানার আয়োজনে আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্-এঁর সভাপতিত্বে ও ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সিলেট রেঞ্জ ডিআইজি,মিজান শাফিউর রহমান।
এসময় সভায় উপস্হিত ছিলেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) হাসান রাশেদ পরাগ, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, পৌর কাউন্সিলর হাজী নাজিম উদ্দিন, আফরোজ আলী, রশিদ আহমেদ খছরু, তাছলিমা জান্নাত কাকলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সুধীজন, সাংবাদিক, ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দ সহ সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest