তাহিরপুরে মুজিব কিল্লা নির্মাণে বাঁধা

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩

তাহিরপুরে মুজিব কিল্লা নির্মাণে বাঁধা

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মুজিব কিল্লা নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। বাঁধা দেওয়ার কারনে এখন কাজ বন্ধ রয়েছে।

এমন ঘটনা ঘটেছে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন কিসমত মন্দিয়াতা মৌজায় মুজরাই কালী বাড়ি কান্দায় মুজিব কিল্লা নির্মাণ স্থানে।

এবিষয়ে মাহমুদুল হাসান নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার কাছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,সরকারি ভাবে মুজিব কিল্লা নির্মাণের জন্য উপজেলার পিআইও অফিসার,স্থানীয় চেয়ারম্যান,ইউপি সদস্য সহ স্থানীয় এলাকাবাসীর উপস্থিতে জায়গা নির্ধারণ করে মাঠির কাজের উদ্বোধন করা হয়।উদ্ধোধন করে চলে আসার পর গ্রামের কাদির মিয়া,দুলাল মিয়া,রিয়াজ উদ্দিন,আলাউদ্দিন মাটি কাটার মেশিন চালককে মাটি কাটতে নিষেধ করে ও সীমানা খুঠি তুলে ফেলে দেয়। এরপর লরি ও এক্সেবেটর চালকদের মারতে আসে। এসময় স্থানীয় এলাকাবাসী সবাইকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া। তিনি জানান,অভিযুক্তরা খারাপ মানুষ সরকারী কাজে বাধা সৃষ্টি করছে। এর একটা বিহিত করা প্রয়োজন।
অভিযোগকারী মাহমুদুল হাসান বলেন,আমি মুজিব কিল্লায় মাটি বরাট করার দায়িত্বে আছি। বাধা দেয়ায় কাজ বন্ধ রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান এই বিষয় খোজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।