জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে নারী দিবস পালিত

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে নারী দিবস পালিত

জাকিয়া সুলতানা সুনামগঞ্জ : ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
(০৮ মার্চ বুধবার) সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। জেলা
মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ- পরিচালক এজেএম রেজাউল আলম এর সভাপতিত্বে ও মহিলা ও শিশু বিষয়ক প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুর’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত ( শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট একেএম আব্দুল্লাহ বিন রসিদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন ,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক বিকাশ দাস,
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, মহিলা পরিষদের সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাংবাদিক জাকিয়া সুলতানা, রুসনা,শিল্পী সহ প্রমুখ।

সভার আগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি করা হয়। এ সময়ে সচেতন নাগরিক, সুশীল সমাজ, নারী সংগঠক,সাংবাদিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, র্নারীদের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে আরো সুযোগ করে দিতে হবে। পাশাপাশি নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে আরো পদক্ষেপ গ্রহন করতে হবে। অর্থনৈতিক, সামাজিক ও অতিরিক্ত জেলা শিক্ষা আইসিটি রেজাউল আলম বলেন,বর্তমানে সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ব্যাপকভাবে কাজ করছে। পাশাপাশি নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
আগেকার দিনে মেয়েদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য দিতোনা, সমাজ মেয়েদের কে ছোট করে দেখতো। কিন্তু, বর্তমানে নারী সবদিকে এগিয়ে, এখন আর সুযোগ নাই নারীদেরকে পিছনে রাখার।