প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৩
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে মদ খাওয়ার অপরাধে মহিনুর মিয়া (৩৫) নামের একজনকে ৫০০ টাকা জরিমানা ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি এই রায় দেন।
মহিনুর মিয়া উপজেলার গবীন্দ শ্রী গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে তাহিরপুর উপজেলার গবীন্দ শ্রী গ্রামে মহিনুর মিয়া মদ খাওয়ার পর মাতলামি করছিল। এসময় এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে এবং থানায় নিয়ে আসে। পরদিন সোমবার সকালে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি ভ্রাম্যমান আদালত বসান এবং মদ পান করার অপরাধে এক জনকে ৫০০ টাকা জরিমানা তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest