তাহিরপুরে ১১৯ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩

তাহিরপুরে ১১৯  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগন্জের তাহিরপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের মাধ্যমে ১১৯ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বিনামুল্যে এসব ল্যাপটপ তুলে দেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ছিলেন তাহিরপুর উপজেলার চৌকষ কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান শেখ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় রায়,সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন,বালিজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশীদ, শাহগন্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুবাশ্বির আলম, পাতারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, মাঠিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজুয়ানা সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।

তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের ভুমিকা গুরুত্বপূর্ণ, প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ ছাত্রীদের এখন থেকে যদি ডিজিটাল সংক্রান্ত বিষয়াবলী প্রযুক্তি সম্পর্কে উৎসাহ সৃষ্টি করা যায় তাহলে ভবিষ্যতে সেটা তাদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।প্রাথমিক শিক্ষাই সকল শিক্ষার ভিত্তি। প্রাথমিক শিক্ষা যদি ছাত্র/ ছাত্রীদের মাঝে সঠিক বাবে দেয়া না হয়, তাহলে পরবর্তীতে কোন শিক্ষাই উচ্চ শিক্ষার পথ তাদের সুগম হবেনা।ল্যাপটপগুলো দিয়ে ডিজিটাল ক্লাস পরিচালনা সহ ছাত্র /ছাত্রীদের বিভিন্ন বিষয় উপস্থাপনের জন্য উপস্থিত সকল প্রাথমিক প্রধান শিক্ষকদের নির্দেশ দেন।