প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩
আব্দুস সামাদ আফিন্দী , জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারী কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতে মাধ্যমে, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জামালগঞ্জ সরকারী কলেজের আয়োজনে (৪ মার্চ ২০২৩ ইংরেজি তারিখ) শনিবার সকালে কলেজ প্রঙ্গনের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।
জামালগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো : রফিকুল ইসলাম বীন্ বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে এর সচিব প্রফেসর মো: কবির আহম্মদ, বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক প্রফসর অরুণ চন্দ্র পাল, কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব ও বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা মোদক, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র অধ্যাপক (হিসাব বিঞ্জান) মো: শহীদুল ইসলাম।
কলেজ শিক্ষক সুজিত রঞ্জন দে ও পঙ্কজ কুমার বর্মণের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা অগ্নিঝরা মার্চে জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও বীর মুক্তিযুদ্ধের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শিক্ষার্থীদের উদ্যেশ্য তারা বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড। সুশিক্ষায় শিক্ষা অর্জন করে, দেশ-জাতি ও মানুষের কল্যানে কাজ করতে হবে। মসে রাখতে হবে যে জাতী যত বেশি সুশিক্ষিত, সেই জাতী তত বেশী উন্নত। মানব জীবনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিকতা, মার্জিত ও ভালো আচরণ শিখতে হবে। সু শিক্ষা অর্জন করে আমাদের সকলকে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, প্রভাষক আ: করিম, মজিবুর রহমান, আ: মোতালিব, মনোব্রত চক্রবর্তী, কাজল চন্দ্র শাহ্, কামরুল ইসলাম, মীর মোশাররফ হোসেন, শামসুদ্দিন আহম্মেদ, আবু ওবায়দা নাদিম, রফিকুজ্জামান, শামীমা আক্তার সীমু, বিশিষ্ট সমাজ সেবক বিভাগ উন্নয়ন কমিটির সাবেক সভাপতি মো: আ: রব, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতোষ কুমার তালুকদার,আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও যুগ্ম সাধারণ সম্পাদক আ: সামাদ আফিন্দী নাহিদ। কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, কর্মচারীবৃন্দ, স্থানীয় সুধিজন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্সারক প্রদান করাহয়। পরে স্থানীয় শিল্পীরা সুরের মুর্চনায় মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest