আব্দুজ জহুর সেতু থেকে লাফ দিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৩

আব্দুজ জহুর সেতু থেকে লাফ দিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার,: সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতু থেকে লাফ দিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

(২রা মার্চ) বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘন্টা অভিযান পরিচালনা করে লাশ উদ্ধার করে।
জানা যায়, সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। শিক্ষার্থী তানজিম বেগম মডেল টেস্ট পরীক্ষা শেষে দুপুরে তার সহ পার্টি খাদিজা আক্তার ইমার সাথে আব্দুজ জহুর সেতু এলাকায় বেড়াতে যায়। সেখানে ঘুরাঘুরির এক পর্যায়ে তানজিম বেগম ব্রীজের রেলিং এর উপর উঠে দাঁড়ায়। এসময় সে রেলিং উপর দিয়ে হাঁটার চেষ্টা করে এবং সহপাঠী তাকে হাত দিয়ে ধরে রাখতে চাইলে সে বাঁধা দেয়। এক পর্যায়ে সে রেলিং থেকে নদীতে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে সহপাঠী খাদিজা আক্তার ইমা বলেন, পরীক্ষা শেষ করে আমরা দুইজন আব্দুজ জহুর সেতু এলাকায় বেড়াতে যাই।এসময় তানজিম বেগম ব্রীজের রেলিং এ উঠে। তখন আমি তাকে হাত দিয়ে ধরে রাখতে চাইলে সে বাঁধা দেয়।তখন সে নদীতে পড়ে যায়। আমি আশপাশের লোকজনকে ডাকি।তখন একজন ফায়ার সার্ভিসকে কল দিয়ে জানালে তারা এসে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে এস আই মতিউর রহমান জানান, ব্রীজ থেকে নদীতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।