মহিলা আ.লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

মহিলা আ.লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ভাটির কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৭ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক হুসনা হুদার আয়োজনে জেলা পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট মুক্তারপাড়াস্হ মহিলা সংস্হার কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে কালীবাড়ি প্রদক্ষিণ করে আবার মুক্তাপাড়ায় আলোচনা সভায় মিলিত হোন।

শোভাযাত্রা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হুসনা হুদা। এসময়ে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি রওশন সিদ্দিকা কেয়া, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা,সহ সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, প্রচার বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, সহ মহিলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে দেশের উন্নয়নের জন্য নারীদেরকে কাজ করতে হবে। তাদেরকে সচেতন করতে রাজনীতিতে সমৃদ্ধ করার জন্য আজকের এই দিনে মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নের্তৃত্বে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করা হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানেই প্রতিষ্ঠিত। জেলা আওয়ামী লীগ এর পাশাপাশি মহিলা আওয়ামী লীগ বিভিন্ন মিছিল, মিটিংয়ে অংশ্রগ্রহন করছে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর নের্তৃত্বে যাতে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে পারে সে জন্য দলমত নির্বিশেষে সকলকে কাজ করতে হবে।