আঙ্গুর বিক্রেতার ঈমানী শক্তি’র গল্প

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

আঙ্গুর বিক্রেতার ঈমানী শক্তি’র গল্প

সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি : ফেরিওয়ালা সেজে একজন আঙ্গুর বিক্রেতার ঈমানী শক্তি’র গল্প থেকে সবার শিক্ষা নেওয়া দরকার। ২৪ ফেব্রুয়ারী শুক্রবার ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদের মাঠে পবিত্র জুম্মা’র নামাজের আগ মুহুর্তে খোঁলা আকাশের নিচে দুটি খাঁচায় আগুর রেখে পবিত্র জুম্মার নামাজ আদায় করতে লোকটি মসজিদে ডুকেন। টিক সেই মুহুর্তে চিত্র টি দেখে নিজেকে আটকে রেখে পারলাম না খাঁচা গুলো ক্যামেরা বন্ধ করে নিলাম।নামাজ শেষে বাহিরে এসে লোকটির অপেক্ষায় রইলাম মসজিদ থেকে মুসল্লীরা বাহির হওয়ার পর লোকটি বাহিরে এসে তার রেখে যাওয়া খাঁচার পাশে দাড়ান,সংবাদ কর্মীর এক প্রশ্নের জবাবে লোকটি বলেন আমরা যে যাই করি নামাজের সময়ে সব কিছু পেলে নামাজ আদায় করা মুসলমানদের জন্য উত্তম। তিনি আরো বলেন প্রতি শুক্রবার একি জায়গায় পেলে রেখে আমি নামাজ আদায় করি এতে আমার এসব কেউ নেয় না এমন কি আশে পাশে বানর ঘুরাঘুরি করে তারা ও এসব খায় না এটাই ইমানী শক্তি, জিজ্ঞেস করি আগুর মিষ্টি নি আর দাম কত খেয়ে দেখ মিষ্টি আছে প্রতি কেজির দাম ২২০ থেকে ২৪০ টাকা অনেকেই দাম জিজ্ঞেস করে একটি করে আঙ্গুর খেয়ে চলে যায় দাড়িয়ে দেখি প্রথমে নিজে এক কেজি ক্ষয় করি তার পরে আল্লাহর রহমতে ৮ থেকে ১০ কেজি ক্ষয় করে নেন মুসল্লীরা। পরিচয় জানতে চাইলে লোকটি বলে বিশ্বনাথ উপজেলার রায়পুর আমার বাড়ি ৩ ছেলে ৩ মেয়ে নিয়ে আমার পরিবার,এক ছেলে পবিত্র কোরআনে হাফিজ অন্যরা বিভিন্ন কর্ম করে এতেই আমাদের সংসার চলে।

এ সংক্রান্ত আরও সংবাদ