স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন

সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি : ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে ২৭৩ তম স্কাউটিং বিষয়ক কোর্সের শুভ উদ্বোধন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি নুরের জামান চৌধুরী। ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ছাতক উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্ট মোস্তফা আহসান হাবীব এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী,সুনামগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক তাহির আলী তালুকদার, কমিশনার আতাউর রহমান,উপজেলা কাব লিডার মুজিবুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউট সম্পাদক আফরোজ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, গীতা পাঠ করেন সহকারী শিক্ষক সৌমিক আচার্য্য।
কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানে কোর্স লিডার জনাব আব্দুল মালিক এর সভাপতিত্বে ও প্রশিক্ষক পংকজ দত্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা শিক্ষা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মাসুম মিঞা,সহকারী কমিশনার মো. হেলালুল ইসলাম, গ্রুপ কমিটির সভাপতি জয়নাল আবেদীন, প্রশিক্ষক সেলিনা বেগম, নুরুল আনোয়ার মো. ফেরদৌস,উপজেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ তমাল পোদ্দার,স্কাউটার আবু ছালেহ নোমান।
প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মল্লিকপুর এসইএসডিপি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, চেলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষিকা ফাতেমা বেগম।
উল্লেখ্য, স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশনে ৫৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ