শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেন এমপি রতন

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেন এমপি রতন

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন এমপ।

১৬ ফেব্রুয়ারি বৃহসপ্রতিবার বিকাল ৪ ঘটিকায় প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যেগে উপজেলা পরিষদ গণমিলনায়তন হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাসের সভাপতিত্বে ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্খ দিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
এসময়ে আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, প্রধান শিক্ষক শাহজাহান কবির,মাইদুল ইসলাম, জাকির হোসেন, হুমায়ূন কবির, আনোয়ারুল হক, নজমুল হায়দার, আজহারুল আলম সিদ্দিকী, বুলবুল আক্তার চৌধুরী, উসমান গণি, সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রতন বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাঁধা রয়েছে তা কিভাবে উত্তরণ করা যায় এবং ধর্মপাশায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় তিনি সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বর্তমান সরকার উন্নয়নের সরকার, শিক্ষা বান্ধব সরকারের ভূয়সী প্রশংসা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ