প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ভাটির কণ্ঠ ডেস্ক : বার্ষিক কর্মসম্পাদন চুক্তি( এপিএ) এর আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
(১৬ ফেব্রুয়ার) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় শাল্লা উপজেলার চাকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুঃদাঃ) মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং এসএমসি সভাপতি ও স্বাস্থ্যপরিদর্শক কবীন্দ্র কুমার দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এডভোকেট দিপু রঞ্জন দাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব তাপস কুমার রায়, এসময়ে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন হবিবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সুনীল চন্দ্র, প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহ সহ প্রমূখ।
মহিলা সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ,সরকারের বিভিন্ন সাফল্য অর্জন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ,যৌতুক,মাদক,শিক্ষা, স্বাস্থ্য, তথ্য অধিকার আইন ইত্যাদি বিষযে বিস্তারিত আলোকপাত করেন।এছাড়াও, গুজব, অপপ্রচার থেকে বিরত থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানান তারা।উক্ত সমাবেশে তৃণমূল পর্যায়ের প্রায় তিনশতাধিক মহিলা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest