প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি: ‘মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগান সামনে রেখে ছাতকের গোবিন্দগঞ্জে হয়ে গেল ঐতিহ্যবাহী রশিটান প্রতিযোগিতা। ১৫ ফেব্রুয়ারী বুধবার সকাল থেকে বসন্তের এমন আয়েসি পরিবেশে গোবিন্দগঞ্জ ট্রলারঘাট আল্লাহু চত্তর সংলগ্ন বালুর মাঠে প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা দেখতে এসময় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নানান বয়সী হাজার হাজার মানুষ ভীড় জমান।সাইকেল, রিক্সা-ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দর্শকদের সমাগম ঘটে।
দর্শক সমাগমে যেন ওই মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না। আয়োজক, খেলোয়াড়, দর্শক ও স্থানীয়রা সুস্থ বিনোদনের ঐতিহ্যবাহী ও বিলুপ্ত প্রায় এ রশিটান খেলা নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের কাছে। প্রতিযোগিতা শেষে জয়ী ও রানার্সআপ দলের মাঝে নগদ অর্থ ১০হাজার ও ৫হাজার টাকা পুরস্কার হিসেবে দেয়া হয়।খেলায় ইউকে বাংলা চ্যাম্পিয়ন ও লাল সবুজ, মুনিরজ্ঞাতি রানারআপ হয়।খেলার আয়োজক ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল কে অভিনব আয়োজনের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দর্শকরা।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest