প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ভাটির কণ্ঠ ডেস্ক : প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক্ ও সুনামগঞ্জ জনকল্যাণ সমিতির যৌথ উদ্যেগে দুইশত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
(১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় পৌরসভার কেন্দ্রীয় মডেল মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মোশারফ আলমের সভাপতিত্বে ও প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান বজলু চৌধুরীর পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত্।
প্রবাসী কল্যাণ সমিতির সাবেক সভাপতি বুস্তান চৌধুরী, সহ সেচ্ছাসেবীগন, মুরুব্বি ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন।
এসময়ে প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মোশারফ আলম বলেন, সুনামগঞ্জের ভয়াবহ বন্যা হয়েছে, তখনই আমরা চিন্তা করেছি দেশে যেতে হবে, গিয়ে বন্যা দূর্গতদের সাহায্যে করবো। কিন্তু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে।যার ফলো আমরা বন্যা পাইনাই।
তাই এখানে এসে আমরা চিন্তা করলাম যেহেতু এখন শীতের সময়। শীতবস্ত্র দেওয়ার চিন্তা করলাম।যারা খেঁটে খাওয়া গরিব অসহায় ভাত খাইতে পারেনা বস্ত্রের অভাব এরকম দেখে মেয়র নাদের বখত্ এর মাধ্যমে ডিস্ট্রিবিউশন করিয়ে গ্রামের ও শহরের ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করছে এতেই আমাদের আনন্দ। এসময়ে তিনি মেয়র নাদের বখত সহ এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জনান।
এসময় প্রবাসী কল্যাণ যুক্তরাষ্ট্র সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী বলেন, আমরা প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আগেও সহযোগিতা করেছি, গরিব অসহায় মানুষ যাদের ঘর নেই, তাদের ঘর বানিয়ে দিয়েছি। তিনি বলেন,আমরা প্রবাসী কল্যাণ সমিতি সবসময়ই সুনামগঞ্জবাসীর পাশে আছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাই।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest