যুব উন্নয়ন অধিদপ্তরের যানবাহন চালনা প্রশিক্ষণের সনদ ও ভাতা বিতরণ

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

যুব উন্নয়ন অধিদপ্তরের যানবাহন চালনা প্রশিক্ষণের সনদ ও ভাতা বিতরণ

জাকিয়া সুলতানা সুনামগঞ্জ : যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতাধীন সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন কতৃক ১ মাসব্যাপী যানবাহন চালনা প্রশিক্ষনের ৩য় ব্যাচের প্রশিক্ষণ এবং ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের সনদ ও ভাতা প্রদান করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে,জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহনুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক রেজাউল আলম,সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার,কম্পিউটার প্রশিক্ষক আলমগীর কবির,
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা আবু সাইদ,আবুল হুসেন,যানবাহন প্রশিক্ষক দীপঙ্কর দাস,রানা, সাগর সহ ৩য় ব্যাচের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

এসময়ে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশের কাতারে উপনীত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট আধুনিক বাংলাদেশ বিনির্মান করবো। দেশকে বেকারমুক্ত করতে সরকার নানামুখী কর্মসূচি নিয়েছে। আমাদের দেশে পর্যাপ্ত প্রশিক্ষিত ড্রাইভার না থাকায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সময়োপযোগী এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহনুর আলম বলেন,
কর্মহীন যুবকদের দক্ষ চালক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশে এবং দেশের বাইরে নিজেদের যোগ্য হিসেবে গড়ে উঠার উদাত্ত আহবান জানান। এ প্রকল্পে নারী প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ