ছয় লক্ষ টাকার অবৈধ পন্য আটক

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩

ছয় লক্ষ টাকার অবৈধ পন্য আটক

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার অবৈধ পন্য ভারতীয় মদ, বিয়ার, গরু, চিনি, কয়লা, বারকী নৌকা, কসমেটিক্স এবং মোটর সাইকেল আটক করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায়, ডুলুরা বিওপির টহল দল ১০ ফেব্রুয়ারি সীমান্ত পিলার ১২১১/১২-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ১৩৫ কেজি ভারতীয় চিনি এবং ০১টি মোটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ১,৩৪,৮৫০/- টাকা।

একই দিনে বালিয়াঘাটা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৭/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা নামক স্থান হতে ০১ বোতল ভারতীয় মদ এবং ০১ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ১,৭৫০/- টাকা।

বালিয়াঘাটা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৭/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা নামক স্থান হতে ৮৩ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করে, যার আনুমানিক মূল্য ১,২১৫/- টাকা।

নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৪/২-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের কামারভিটা নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৪,৫০০/- টাকা।

লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা এবং ০২টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা।

পেকপাড়া বিওপির টহল দল ১১ ফেব্রুয়ারি সীমান্ত পিলার ১২২৯/৭-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা।

পেকপাড়া বিওপির টহল দল ১১ ফেব্রুয়ারি সীমান্ত পিলার ১২২৯/৪-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের উত্তর পেকপাড়া নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৯০,০০০/- টাকা।
ডুলুরা বিওপির টহল দল ১১ ফেব্রুয়ারি সীমান্ত পিলার ১২১২/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান হতে ৯০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ৯,৯০০/- টাকা।

মাটিরাবন বিওপির টহল দল ১১ ফেব্রুয়ারি সীমান্ত পিলার ১১৮৯/১৯-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ০৩টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা।

মাছিমপুর বিওপির টহল দল ১১ ফেব্রুয়ারি সীমান্ত পিলার ১২০৮/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের সোনাতলা নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩০,০০০/- টাকা।

আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৫ লক্ষ ৮২ হাজার ২১৫ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু, কয়লা, কসমেটিক্স, চিনি, বারকী নৌকা, ও মোটর সাইকেল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ