প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩
ছাতক প্রতিনিধি,সুজন তালুকদার: পর্তুগালের লিসবন বাইসাইকেলে ফুড ডেলিভারি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বাংলাদেশী যুবক আব্দুল মমিন। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র। পরিবার সুত্রে জানা যায় গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্তুগালের লিসবন এলাকায় বাইসাইকেল যোগে ফুড ডেলিভারি করতে গিয়ে বিপরিতগামী একটি কারের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত বাইক চালক আব্দুল মমিন কে পর্তুগালের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। আব্দুল মমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন।
১০ জানুয়ারি শুক্রবার বিকেলে
মাধবপুর গ্রামে ছুটে আসেন পর্তুগাল প্রবাসী তার পরিচিত সিলেট আউসা এলাকার জাকির হোসেন ও ছাতকের আমেরতল গ্রামের নুরুজ্জামান পাপলু তারা এসে পরিবারের লোকজন কে শান্তনা দেন এসময় মৃত মমিনের মা কন্নায় কাটি করে বলেন আমার ছেলে কে ১২ বছর যাবত দেছি নি শেষ পর্যন্ত মৃত দেহ টা দেখতে চাই। লাশ দেশে ফিরিয়ে আনতে পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের প্রধান আব্দুল্লাহ আল রাজি’র সাথে ফোন আলাপ করেন দু’প্রবাসী। তারা জানায় পর্তুগাল বাংলাদেশ কমিউনিটি উদ্যোগ গ্রহণ করেছে মমিনের লাশ দেশে ফিরিয়ে দিতে। মমিনের মা বাংলাদেশ সরকারের কাছে ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে জোড় দাবী করেছেন
এসময় কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দিন সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest