আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে,আছে শুধু পরনের কাপরটা:এভাবেই আর্তনাদ করে বলছেন দুলাল মিয়া

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে,আছে শুধু পরনের কাপরটা:এভাবেই আর্তনাদ করে বলছেন দুলাল মিয়া

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : আগুনে পুড়ে আমার শবকিছু শেষ হয়ে গেছে,আছে শুধু পরনের কাপরটা এভাবেই আর্তনাদ করে বলছেন নিঃস্ব হয়ে যাওয়া বীরনগরের দুলাল মিয়া। শুক্রবার রাত তিনটায় তাহিরপুর সদর ইউনিয়ন বীরনগর গ্রামের দুলাল মিয়ার বসত বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট হতে অগ্নিকাণ্ডটি ঘটে, অগ্নিকান্ডে বসতবাড়ি দোকানের যাবতীয় মালামাল, বই পুস্তক, আসবাবপত্র, গোলার ধান, গরুসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সময়ের মধ্যে দুই বান্ডিল টিন ও কিছু নগদ টাকা দেয়া হবে বলে আশ্বাস দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার।
ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া বলেন, শুক্রবার রাত তিনটায় হঠাৎ আমি দেখতে পাই পড়নের কাপড়ে আগুন ধরেছে। এমন অবস্থায় কাপড় খুলে বাচ্চাদের কোলে নিয়ে বাহিরে গিয়ে দাড়িয়ে দেখি বসত ঘরে আগুন লেগে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘন্টাখানেক সময় চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
তাহিরপুর ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কামাল পাশা বলেন, শুক্রবার ভোর পৌণে চারটায় ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজন এক ঘন্টা কাজ করার পর আগুন নেভাতে সক্ষম হয়।
এ ঘটনায় শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজখবর নেন এবং তাদের সাধ্যমত সহায়তা করার আশ্বাস দেন।