সাড়ে চার লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

সাড়ে চার লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ

স্টাফ রিপোর্টার,: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মদ, গরু, কয়লা এবং বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায়, চাঁনপুর বিওপির টহল দল ০৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সীমান্ত পিলার ১২০২/৬-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

একই দিনে নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৪/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের কামারভিটা নামক স্থান হতে ভারতীয় ঔষধ ৩৮৬ বোতল Gassanol/Benadryl/Woodward’s সিরাপ, ৬৯০০ পাতা Eno Fruit Salt ট্যাবলেট, ৩২ পিস Ayur Herbts Message ক্রিম জব্দ করে।

নারায়নতলা বিওপির টহল দল ১০ ফেব্রুয়ারি সীমান্ত পিলার ১২১৫/৮-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের ইসলামপুর নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু জব্দ করে।
একই দিনে নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৫/১-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের মালাইগাঁও নামক স্থান হতে ৬২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

টেকেরঘাট বিওপির টহল দল একই দিনে সীমান্ত মেইন পিলার ১১৯৮ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া নামক স্থান হতে ২,২৫০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

জব্দকৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৪ লক্ষ ৪৫ হাজার ৩৫০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু, কয়লা ও বিভিন্ন প্রকার ঔষধ শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ