প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে মোজাম্মেল হোসেন নামের এক ছোট ভাইয়ের হাতে কবির হোসেন নামে এক বড় ভাই খুন হয়েছে।
এ ঘটনায় মোজাম্মেল হোসেনকে আটক করেছে পুলিশ। কবির ও মোজাম্মেল জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েক বছর আগে মোজাম্মেল পুলিশের চাকরি থেকে বরখাস্ত হয়। পরে সে বাড়িতে ফিরে আসে। তখন থেকেই সে মানসিকভাবে বিপর্যস্ত। বাড়িতে থাকাবস্থায় প্রায়ই তার ভাইদের সাথে ঝগড়া লেগে থাকত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার বড় ভাই কবির হোসেন বাড়ির সামনে একটি ডোবায় বর্শি দিয়ে মাছ ধরছিল। হঠাৎ মোজাম্মেল কবিরকে পেছন থেকে দায়ের কোপ দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, ঘাতক মোজাম্মেল মানসিক বিকারগ্রস্থ থাকায় পুলিশের চাকরি থেকে বরখাস্ত হয়েছিল।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘শুক্রবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সুনই থেকে মোজাম্মেলকে আটক করা হয়েছে। তার বড় ভাই তার বিরুদ্ধে মামলা করেছে।,
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest