প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ আওয়ামী লীগের একটা ঐতিহ্য আছে। আমাদের মুরুব্বীরা সুনামগঞ্জকে সিলেট বিভাগের একটা রাজনৈতিক এলাকা হিসেবে বিবেচনা করেন।বিশেষ করে সুনামগঞ্জ হচ্ছে অসাম্প্রদায়িক একটা এলাকা।
আমরা আমাদের ঐতিহ্য রক্ষা করব।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্যে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান।
আগামী ১১ ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট বলেন,আগামী সম্মেলনে যারা যোগ্য,যারা তৃণমূল নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে রাজনীতি করে তাদেরকে যেন প্রেসিডেন্ট এবং সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়।
তিনি বলেন, তারপরও আমার নেত্রী শেখ হাসিনা যাদেরকে দায়িত্ব দিবেন আমরা তাদেরকে মেনে নেব।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন বলেন,
১১ ফেব্রুয়ারী সম্মেলনকে সফল করার লক্ষ্যে বাজেটের দরকার।
আমি সাধারণ সম্পাদক হিসেবে সকল সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান সহ সকলের সম্মিলিত সহযোগীতা চাই।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।এছাড়াও
জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারি শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest