সুনামগঞ্জ জেলায় জাতীয় গ্রণ্হাগার দিবস পালিত

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩

সুনামগঞ্জ জেলায় জাতীয় গ্রণ্হাগার দিবস পালিত

স্টাফ রিপোর্টার,সুনামগঞ্জ : স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩।
জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার সুনামগঞ্জের আয়োজনে জেলা সরকারি গণগ্রন্থাগার কার্যালয়ে রবিবার সকাল সাড়ে দশটায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান পরিমল শর্মা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ(অব) অধ্যাপক পরিমল কান্তি দে , গনিত বিভাগের সহকারী অধ্যাপক নির্মলেন্দু শর্মা, সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. সোহেল আকন্দ। এছাড়াও সাংবাদিক, কবি-সাহিত্যিক সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্তিত ছিলেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চিত্রাংকন, আবৃত্তি ও বইপাঠ প্রতিযোগীতায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ