ছাতক সুরমা সেতু নিরাপদ চাই নিয়ে পৌর এলাকাবাসির উদ্যোগে মানববন্ধন

প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩

ছাতক সুরমা সেতু নিরাপদ চাই নিয়ে পৌর এলাকাবাসির উদ্যোগে মানববন্ধন

সুজন তালুকদার, ছাতক প্রতিনিধি : ছাতক সুরমা সেতুটি উদ্বোধনের পর থেকে টিকটক সেলফি ব্রিজ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পায়। এতে টিকটকার বিনোদন করতে সেতুর উপরে এসে সেলফি তুলাকে কেন্দ্র করে বেশ কিছু দিন আগে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকার মুরুব্বিয়ানদের সিদ্ধান্ত অনুযায়ী সেতুর উপরে বিনোদন করতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত ২৮ জানুয়ারি ব্যাপরোয়া পিক-আপ ভ্যান চালকে দুষ্টুমির কারনে শহরের কমুনা বাসিন্দা আবুল হোসেনের পুত্র তরুণ যুবক সায়েম দূর্ঘটনার নিহত হওয়ার পর ব্যাপরোয়া চালকে আটক করে থানা পুলিশ। ৫ ফেব্রুয়ারী রোববার সকালে টিকটক নামে ভাইরাস,ব্যাপরোয়া চালক হুশিয়ারি, পুলিশের কঠোর নজর দারী,সেতুতে লাইটিং সহ যানজট মুক্ত সড়কের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে সেতুর উপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। সচেতনতামূলক বিষয়বস্তু নিয়ে চলিত মানববন্ধন দাবী গুলো তুলে ধরেন বক্তারা।