ছাতকে প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলা

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩

ছাতকে প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলা

সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি: ছাতকের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সম্পন্ন। ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পংকজ দত্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রজব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লন্ডন প্রবাসী নানু মিয়া,শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাসবী চৌধুরী ,প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবির উদ্দিন।
উপস্থিত ছিলেন অভিভাবক কমিটির সভাপতি আঙুর মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভূমিদাতা সদস্য শামীম আহমদ, সমাজসেবক আজমল হোসেন,সুহেল মিয়া,সহ সভাপতি আরজু মিয়া।
প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মিয়া,মইন উদ্দিন,ফাহিম আহমদ সুবেল,মাছুম আহমদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা বেগম,রুমা দত্ত,শহিদুল ইসলাম সহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী।
সমাজসেবক নানু মিয়া বিদ্যালয়ের পুরস্কারের পাশাপাশি সকল ইভেন্টে অংশগ্রহণকারীদের নিজ উদ্যোগে নগদ অর্থ (১০ হাজার টাকা) পুরস্কার প্রদান করবেন।
প্রাক্তন ছাত্র অ্যায়ারল্যান্ড প্রবাসী কবির উদ্দিন বলেন শীগ্রই বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণের কাজ শুরু করা হবে
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করে মেহেদী হাসান মাহদী ও পবিত্র গীতা পাঠ করেন রাজবীর দে ঋক।
বিদ্যালয়ে পুরস্কারে সহযোগিতা করেছেন ওমান প্রবাসী লায়েছ মিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ