সিলেট বিভাগীয় শ্রেষ্ট জয়িতা সম্মাননা পেলেন সৈয়দা ফারহানা ইমা

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩

সিলেট বিভাগীয় শ্রেষ্ট জয়িতা সম্মাননা পেলেন সৈয়দা ফারহানা ইমা

জাকিয়া সুলতানা সুনামগঞ্জ : সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হল রুমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ আয়োজনে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা সম্মানান প্রদান করা হয়।

অর্থনীতিতে স্বাবলম্বী ক্যাটাগরিতে সাফল্য অর্জন করায় সুনামগঞ্জের সর্বজন পরিচিত সৈয়দা ফারহানা ইমা শ্রেষ্ট জয়িতা পুরস্কার লাভ করেন।

এসময়ে প্রধান অতিথি হিসেবে ভার্চোয়ালী ছিলেন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, সিলেটের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাবিলা নাজবিন রিনা, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য, বেগম রোকেয়া ও বঙ্গমাতা পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

এসময়ে উপস্থিত বক্তারা বলেন, পুরুষদের সাথে তাল মিলিয়ে নারীরা শিক্ষা-চিকিৎসা, প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতৃত্ব দিচ্ছেন। সরকারের সফলতা ও দুর্দশী সিদ্ধান্তের কারণে নারী সমাজ এগিয়ে যাচ্ছেন। আমরা নারীদের উজ্জীবিত করতে স্ব স্ব স্থান থেকে সবাইকে ভূমিকা রাখার আহবান জানাই।
এসময়ে সৈয়দা ফারহানা ইমা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা স্মারক আমার সুনামগঞ্জবাসীর। আজ যে সাফল্য অর্জন করেছি তা পেয়ে আমার কাজ করার প্রেরণা আরো একধাপ এগিয়ে গেলো। সবার সহযোগিতায় আরো যেনো ভালো করতে পারি, সমাজের জন্য কাজ করে যেতে পারি সেজন্য সবাই দোয়া ও সহযোগিতা করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ