প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের সীমান্তে অভিযানে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মদ, বিয়ার এবং কয়লা,চিনি,মোটর সাইকেল আটক করেছে ২৮- বিজিবি টিম।
জানা যায়, চিনাকান্দি বিওপির টহল দল মঙ্গলবার সীমান্ত পিলার ১২১০/৭-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শিলডোয়ার নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় বিয়ার আটক করে।
একই দিনে নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করে।
লাউরগড় বিওপির টহল দল একই দিনে সীমান্ত মেইন পিলার ১২০৬ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের মোনাইপাড়া নামক স্থান হতে ৭৯ বোতল ভারতীয় মদ আটক করে।
টেকেরঘাট বিওপির টহল দল একই দিনে সীমান্ত মেইন পিলার ১১৯৮ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া নামক স্থান হতে ১,৪০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
লাউরগড় বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২০৩/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ১,৮০০ কেজি ভারতীয় কয়লা আটক করে
বনগাও ও মাঠগাও বিওপি টহল দল মঙ্গলবার দুই দফায় অভিযানে প্রায় এক লক্ষ উনসত্তর হাজার টাকার পন্য আটক করে।
আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য- চার লক্ষ টাকা
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান,
আটককৃত ভারতীয় মদ, বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest