ধর্মপাশায় নবযোগদানকৃত শিক্ষকগণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩

ধর্মপাশায় নবযোগদানকৃত শিক্ষকগণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় নবযোগদানকৃত সহকারি শিক্ষকগণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

১ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলা পরিষদের গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে নবযোগদানকৃত শিক্ষকগণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয।

সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্খ দীপু’র সঞ্চালনায়
নবযোগদানকৃত শিক্ষকগনের পরিচিতি পর্ব শেষে তাঁদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাশ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।

প্রোগ্রামে অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ইউআরসি চন্দন কুমার বণিক, প্রধান শিক্ষক শাহজাহান কবির,
শামিউল কিবরিয়া তালুকদার,শিক্ষক আশরাফুল আলম, জান্নাতুল ফেরদৌসী।

এ সংক্রান্ত আরও সংবাদ