প্রকাশিত: ৮:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩
সুজন তালুকদার, ছাতক প্রতিনিধি: শিল্পনগরী নামে পরিচিত ছাতকে হারিয়ে যাচ্ছে মুলি বাঁশের বেড়া তৈরি ঘর বাড়ি।
আগের যুগে গ্রামগঞ্জে তৈরি ছিলো মুলি বাঁশের বেড়া দিয়ে গৃহ ঘর নির্মান,বর্তমান সময়ে মধ্যবিত পরিবার ও তৈরি করছে আধা পাকা দালান ঘর বাড়ি এমনকি আশ্রয়হীন পরিবারকে ও সরকার তৈরি করে দিচ্ছে আধা পাকা বাড়ি,তার কারনে অনেকটাই কমে যাচ্ছে বলে দাবী করছেন মুলি বাঁশের বেড়া বিক্রিতারা অপর দিকে বাঁশের দাম অনেক বেশি তাই দিন দিন চাহিদা করে যাচ্ছে মুলি বাঁশের বেড়ার তৈরি ঘর বাড়ি। উপজেলার জাউয়া বাজার আল্লাহর দান কুঠির শিল্প নামে দোকানে সেই মুলি বাঁশের বেড়া তৈরি করে কোনো রকমে সংসার চলছে ব্যবসায়ী এখলাছ হোসেন আক্তারের পরিবার।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest