পাঁচ লক্ষ টাকার অবৈধ পন্য আটক

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

পাঁচ লক্ষ টাকার অবৈধ পন্য আটক

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের সীমান্তে অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার
ভারতীয় মদ, গরু, চিনি এবং কয়লা আটক করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায়, চিনাকান্দি বিওপির টহল দল ২৭ জানুয়ারি শুক্রবার সীমান্ত পিলার ১২১০/৭-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শিলডোয়ার নামক স্থান হতে ১০২ বোতল ভারতীয় মদ আটক করে।

মাঠগাঁও বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২২৪/৪-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ৯০ কেজি ভারতীয় চিনি আটক করে।

লাউরগড় বিওপির টহল দল ২৮ জানুয়ারি শনিবার সীমান্ত পিলার ১২০৩/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২,০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

মাটিরাবন বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১১৮৯/১৯-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ০৩টি ভারতীয় গরু আটক করে।

চারাগাঁও বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১১৯৫/৭-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা নামক স্থান হতে ৭০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

বালিয়াঘাটা বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১১৯৭/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম লাকমা নামক স্থান হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

লাউরগড় বিওপির টহল দল ২৮ জানুয়ারি সীমান্ত পিলার ১২০৩/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

চিনাকান্দি বিওপির টহল দল একই দিনে সীমান্ত মেইন পিলার ১২১০ এর নিকট হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের জিগাতলা নামক স্থান হতে ৯০ কেজি ভারতীয় চিনি আটক করে।

আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৪ লক্ষ ,৯৫ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু, চিনি এবং কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ