জামালগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

জামালগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা

আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও এসএসসিতে জিপিএ ৫ (এ প্লাস) পাওয়া উপজেলার মেধাবী ১৫ জন শিক্ষার্থীদের পাঁচ হাজার করে নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই সভা ও অর্থ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন,
উপজেলা সরকারি কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর, থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সহ-সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বী, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফা, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তাং, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল আহমেদ মিলন, আনসার ভিডিপি কর্মকর্তা মো ফয়ছল আহমদ, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, পুষ্টি কর্মসুচির টেকনিক্যাল কর্মকর্তা একে শামীম আহমেদ, হাওর বাঁচাও আন্দোলনের জামানগঞ্জ উপজেলা সভাপতি শাহনা আল-আজাদ, গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা বিষয়, চলতি বোরো মৌসুমে ফসল রক্ষায় হাওরের বাঁধ-বেড়ি বাধ নির্মান, প্রায় ৮ শত ভুমিহীন পরিবারে সরকারিভাবে গৃহ নির্মাণ, ৮ হাজার কৃষক কে বিভিন্ন সহায়তা প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা মেরামত, কৃষি, পুষ্টি সহ সকল বিষয়ে আলোচনা করা হয়।
এর পূর্বে, জাতীয় পুষ্টি পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন, ইউকে এইড এর সহযোগীতায়
পুষ্টি কর্মসুচির টেকনিক্যাল কর্মকর্তা একে শামীম আহমেদ এর উপস্থাপনায় জাতীয় পুষ্টি পরিকল্পনা বিষয়ক, বার্ষিক পুষ্টি পরিকল্পনা ও বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ, উপজেলা সার্বিক পুষ্টি উন্নয়ন কর্মসূচি পরিকল্পনা গ্রহণ, এএনসি, পিএনসি, প্রতিষ্ঠান ডেলিভারি, কমিউনিটি ক্লিনিক সেবা, তীব্র ও পুষ্টি ব্যবস্থাপনা, শিশুদের ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ, শিশুর বাড়তি খাবার, পরিকল্পিত পরিবার, পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে গণসচেতনতার জন্য এক সেমিনার অনুষ্ঠিত হয়।