তাহিরপুরে টেকাব ২য় পর্যায় প্রকল্পের কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

তাহিরপুরে টেকাব ২য় পর্যায় প্রকল্পের কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

জাকিয়া সুলতানা, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন (টেকাব) প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

“দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ গাড়িতে দুইমাস মেয়াদী এই কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২৫ জানুয়ারী বুধবার দুপুর ১ ঘটিকার সময় উপজেলা হল রুম কার্যালয়ে উপজেলা যুব উন্নয়নের আয়োজনে,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহনুর আলমের সভাপতিত্বে ও যুব উন্নয়নের সহকারী পরিচালক মকবুল হুসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রানেন্দ্র নারায়ণ বৈশাখ, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হুসেন, সাইদুর রহমান, পলাশ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহনুর আলম বলেন, (টেকাব) প্রকল্পের আওতায় দুইমাস মেয়াদী এই কম্পিউটার প্রশিক্ষণে তাহিরপুর উপজেলার ৪০ জন যুব নারী ও পুরুষ প্রশিক্ষন নেন। প্রশিক্ষন শেষে তাদেরকে যাতায়াত ভাড়া সহ সনদপত্র দেয়া হয়। আমরা আশা করছি এ প্রশিক্ষণের মাধ্যমে যুব নারী ও পুরুষেরা উপকৃত হবে।

উল্লেখ্য যে, সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ৪০ জন প্রশিক্ষণার্থীদের হাতে নগদ ১১ হাজার ৮০০শত টাকা ও সনদপত্র তুলে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ