তিন লক্ষাধিক টাকার অবৈধ পন্য আটক

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

তিন লক্ষাধিক টাকার অবৈধ পন্য আটক

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকার ভারতীয় মদ, চিনি, সুপারি, গরু, কয়লা এবং বারকী নৌকা আটক করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায়, পেকপাড়া বিওপির টহল দল ২৪ জানুয়ারি মঙ্গলবার সীমান্ত পিলার ১২২৯/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ২,৭৪৫ পিস ভারতীয় সুপারি আটক করে।

লাউরগড় বিওপির টহল দল একই দিনে সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা এবং ০২টি বারকী নৌকা আটক করে।

বাঁশতলা বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২৩০/২-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করে।

একই দিনে টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০০ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ১,৩০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
লাউরগড় বিওপির টহল দল পিলার ১২০৫/৬-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের মোকশেদপুর নামক স্থান হতে ২৮০ কেজি ভারতীয় চিনি আটক করে।

মাঠগাঁও বিওপির টহল দল ২৫ জানুয়ারি বুধবার সীমান্ত পিলার ১২২৪/৯-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ৪৫ কেজি ভারতীয় চিনি আটক করে।
একই দিনে মাছিমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৮/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের সোনাতলা নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে এবং

চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০০/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের চাঁনপুর নামক স্থান হতে ৫০০ কেজি ভারতীয় কয়লা এবং ২২ কেজি চিনি আটক করে।

আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৩ লক্ষ ২৯ হাজার ১ শ ০৭ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং চিনি, সুপারি, কয়লা, গরু ও বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ