দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শহরে এনডিএফ’র বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শহরে এনডিএফ’র বিক্ষোভ মিছিল-সমাবেশ

ভাটির কণ্ঠ ডেস্ক : জ্বালানী তেল, ডিজেল, কেরোসিন, পেট্রোল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা শাখা। বিক্ষোভ মিছিলে ফ্রন্টভুক্ত জাতীয় ছাত্র দল, ট্রেড ইউনিয়ন সংঘ, কৃষক সংগ্রাম সমিতি, হোটেল শ্রমিক ইউনিয়ন,’স ‘মিল শ্রমিক সংঘ এর নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। এসময়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন আহমদ স্কয়ারে এসে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, এনডিএফ’র জেলা সভাপতি রত্নাংকুর দাস জহর,ট্রেড ইউনিয়ন সংঘের জেলা আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টু, স মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আইয়ুবুর রহমান, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি লিলু মিয়া, জাতীয় ছাত্র দলের অন্যতম সদস্য অমিত রায় সহ প্রমুখ।
এসময়ে সভায় দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে জনদুর্ভোগ বাড়ানোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। জনগণের মুক্তির আন্দোলনকে বেগবান করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ