এম পি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

এম পি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের হাজ্বী মকবুল পুরকায়স্থ ( এইচ এম পি) ‘উচ্চ বিদ্যালয়ে আলচনা সভা,বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি বুধবার সকাল এগারোটায় বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান ও সহকারী শিক্ষক শারমিন আক্তার’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বাতেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল,প্রাক্তন প্রধান শিক্ষক দুর্জটি কুমার বসু,প্রাক্তন শিক্ষক মনসুর আহমেদ, আব্দুল মতিন।
এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, বাংলা ভাষা দিয়েছেন, ছোট্ট একটি ভূখণ্ড দিয়েছেন। আমরা আজকে বাঙালি জাতি হিসেবে পরিচিত হয়েছি।বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায়,উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করেছেন।সেখানে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।শিক্ষায়,খেলাধুলায় সরকার খুবই আন্তরিক।
সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব নুরুল হুদা মুকুট ও অতিথিবৃন্দ।
পরে বিকেল তিনটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ