রিজুম প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

রিজুম প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য পূর্ণবাসন কার্যক্রম রিজুম প্রকল্পের অবহিতক করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনজিও সংস্থা এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) ও উত্তরণ’র যৌথ উদ্যোগে এবং নরজিয়ান রিফিউজি কাউন্সিল (এনসআরসি)’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

এনজিও সংস্থা এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচারক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তরণের কো অর্ডিনেটর ফাতেমা হালিমা আমহদ।

সভার শুরুতে অনলাইনে স্বাগত বক্তব্য রাখেন,নরজিয়ান রিফিউজি কাউন্সিল (এনসআরসি)’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর উইন্ডি ম্যাকেন্স এবং নরজিয়ান রিফিউজি কাউন্সিল (এনসআরসি)’র কার্যক্রমের বিস্তারিত তোলে ধরে হেড অব প্রোগ্রাম মাইনুল ইসলাম।

এনসআরসি’র সুনামগঞ্জ কো-অর্ডিনেটর গোলাম মেহেদীর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, জেলা শিক্ষা প্রশিক্ষণ সম্বনয়কারি সারওয়ার জাহান খান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসের ডাক্তার নাহিদ আঞ্জুমান বানু, কেয়ার বাংলাদেশ’র সুনামগঞ্জ ম্যানেজার এ এস এম আখতারুজ্জামান, ইসলামি রিলিফ বাংলাদেশ’র শামছুল আলম প্রমুখ।

প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এনআরসি’র ইমারজেন্সি রেসপন্স ম্যানেজার গোলাম রাব্বানী।

সভায় জানানো হয়, জেলা ছাতক, দোয়ারাবাজার, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হবে।
সভায় আরও জানানো হয় বিগত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।