সুনামগঞ্জে তিন লক্ষ টাকার অবৈধ পন্য আটক

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

সুনামগঞ্জে তিন লক্ষ টাকার অবৈধ পন্য আটক

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মদ, চিনি এবং কয়লা আটক করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায়, বাগানবাড়ী বিওপির টহল দল সোমবার সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে ৫৪ কেজি ভারতীয় চিনি আটক করে।

একই দিনে বনগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৬/৭-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ১০০ কেজি ভারতীয় চিনি আটক করে।

একই দিনে চিনাকান্দি বিওপির টহল দল ২৩ জানুয়ারি ২০২৩ তারিখ ১৮২০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২১১ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে এবং

চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/১২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে।
একই দিনে টেকেরঘাট বিওপির টহল দল ২৩ জানুয়ারি ২০২৩ তারিখ ২০০০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৯/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া নামক স্থান হতে ৮০ কেজি ভারতীয় চিনি আটক করে।

নারায়নতলা বিওপির টহল দল পিলার ১২১৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ৪৩ বোতল ভারতীয় মদ আটক করে।

এবং লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহ আরেফিন নামক স্থান হতে ২,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

বাগানবাড়ী বিওপির টহল দল ২৪ জানুয়ারি মঙ্গলবার সীমান্ত পিলার ১২২৫/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের মোকামবাড়ী নামক স্থান হতে ৯০ কেজি ভারতীয় চিনি আটক করে।

আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য-২ লক্ষ ৯৪ হাজার ২৮০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা ও চিনি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ