তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্দন অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্দন অনুষ্ঠিত

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির উদ্যোগে হাওর রক্ষা বাঁধের কাজ সময়মতো শুরু না করার প্রতিবাদে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল কিবরিয়া সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সদস্য তোজাম্মিল হক নাসরুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ হোসাইন শরীফ বিপ্লব , কৃষক বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন, কৃষক হাফিজ উদ্দিন, কৃষক সেলিম মিয়া, কৃষক নাজমুল ইসলাম প্রমূখ।

বক্তারা সঠিক সময়ে কাজ শুরু না হওয়ার জন্য পাউবো ও উপজেলা প্রশাসনকে দায়ী করেন। তারা বলেন, বাঁধের কাজের সাথে জড়িত প্রশাসনের লোকেরা চাননা সঠিক সময়ে কাজ শেষ হোক। কারণ মার্চের দিকে বৃষ্টি নামলে এ সময় বাঁধে ফাঠল দেখা দেয় তখন ইমার্জেন্সির নামো আরো বরাদ্দ এনে লুটপাট করা হয়। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এবার কৃষকরা জেগেছে সঠিক সময়ে বাঁধের কাজ শেষ না করলে কৃষকরা এর জবাব দেবে।