প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২১জানুয়ারি শনিবার বেলা ১২ টায় থানা কমপ্লেক্সের সামনে বিভিন্ন বাজারের পাহারাদার,হরিজন ও বেদে সম্প্রদায়ের ২০০ জন হতদরিদ্রের মাঝে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান কম্বল বিতরণ করেন।
এসময় থানা পুলিশের একটি টিম ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান ঢাকার এক ব্যাংক কর্মকর্তার অর্থায়নে থানাপুলিশের নেতৃত্বে এই কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান তীব্র শীতে মানুষ কষ্ট করছে। আমরা এই মানবিক দিক চিন্তা করে বাংলাদেশ পুলিশ তথা ধর্মপাশা থানাপুলিশের পক্ষ থেকে কিছু শীতবস্ত্র বিতরণ করলাম।যাথে এইটা দেখে সমাজের বিত্তশ্রেনী যারা সম্পদশালী তারা যেন উদ্বুদ্ধ হয়ে উক্ত কাজে অংশগ্রহণ করার জন্য। আসলে আমাদের এলাকা হাওর অঞ্চল প্রচন্ড শীত। এই শীত লাগব করার জন্য সমাজের বিত্তশালী মানুষ সহ সকল শ্রেনীপেশার মানুষদের উদাত্ত আহ্বান জানাব এই শীতার্ত মানুষদের পাশে এগিয়ে আসার জন্য। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস টুকু তাদেরকে উদ্ধুদ্ধকরনের জন্যই করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest