প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় সাহিত্য অনুশীলন নামে একটি সংগঠনের উদ্যোগে ‘হাওরপাড়ের কথা’ নামক একটি সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সুশীল চন্দ্র সরকারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন, সংগঠনের প্রধান সমন্বয়ক নজমুল হায়দার। সাহিত্য অনুশীলনের নির্বাহী সদস্য শান্তনা রানী সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ইউআরসি ইন্সস্ট্রাক্টর চন্দন বণিক, সংগঠনের সদস্য মাহমুদুল হাসান, পুরঞ্জন সাহা রায়, মাহবুবুল হক, দশরথ হাজং, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।
হাওর পাড়ের কথা” সংকলনটিতে ২৬টি ( প্রবন্ধ,গল্প,কবিতা) নিয়ে সম্পাদনা করেছেন হাওরের সন্তান ধর্মপাশা উপজেলার বাসিন্দা সহকারী শিক্ষক মাহমুদুল হাসান সামরুল।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest